শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬
Bangla Tutorial - How To Earn From Graphics Design (Graphicriver)
বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬
ডিজাইন বিক্রি করে আয় করতে পারেন (গ্রাফিক রিভার.নেট)
ডিজাইন বিক্রি করে আয় করতে পারেন
কয়েক মাস পূর্বে আপনাদেরকে পাঁচটি মার্কেটপ্লেস নিয়ে গঠিত এনভাটো (Envato) নামক একটি অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠানের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। সেই লেখাতে ThemeForest.net নামক একটি মার্কেটপ্লেস নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। যারা ওই লেখাটি পড়েননি তাদের জন্য বলছি, থিম ফরেস্ট মার্কেটপ্লেসে একজন ডিজাইনার ওয়েবসাইটের টেম্পলেট বা পূর্ণাঙ্গ ডিজাইন বিক্রি করে আয় করতে পারেন। যারা ওয়েবসাইট ডিজাইনিং এ দক্ষ তাদের জন্য থিম ফরেস্ট হতে পারে একটি চমৎকার আয়ের ক্ষেত্র। কিন্তু ডিজাইনিং এ নতুনরা থিম ফরেস্ট সাইটে খুব একটি সুবিধা করতে পারবেন না। এই সাইটে অনেক বিচার বিবেচনা করে একটি ডিজাইনকে সাইটে প্রকাশের অনুমতি দেয়া হয়। তবে নতুনদের হতাশ হবার কিছু নেই, তাদের জন্য এনভাটোর রয়েছে আরেকটি চমৎকার মার্কেটপ্লেস - গ্রাফিক রিভার(www.GraphicRiver.net)। এই গ্রাফিক রিভারের আদ্যোপান্ত নিয়ে এবারের প্রতিবেদন।
গ্রাফিক রিভার সাইটটি দেখতে হুবহু থিম ফরেস্ট সাইটের মত। প্রকৃতপক্ষে এনভাটোর সকলমার্কেটপ্লেসের বাহ্যিক দিক এবং আভ্যন্তরীণ নিয়ম-কানুন প্রায় একই রকম। পাঁচটি মার্কেটপ্লেসের যে কোন একটিতে রেজিষ্ট্রেশন করে সবগুলো সাইটের মেম্বার হওয়া যায়।গ্রাফিক রিভার মার্কেটপ্লেসটিকে নতুনদের জন্য উপযোগী বলছি তার একটি উল্লেখযোগ্য কারণ রয়েছে। এখানে আপনাকে সাইটের সম্পূর্ণ টেম্পলেট ডিজাইন করতে হবে না, বরং একটি সাইটের বিভিন্ন গ্রাফিক্স আলাদা আলাদা ভাবে তৈরি করে বিক্রি করতে পারবেন। গ্রাফিক্স বলতে এখানে বোঝানো হচ্ছে - ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড, ব্যানার, বাটন, আইকন, রেজিষ্ট্রেশন ও লগইন ফরম, বিজনেস কার্ড, নিউজলেটার ইত্যাদি আরো বিভিন্ন ধরনের ডিজাইন।
একটি ডিজাইন তৈরি করে সাইটে জমা দেবার পর সাইটের কর্তৃপক্ষ ডিজাইনটি প্রথমে যাচাই বাছাই করে দেখে নেয় কাজটি মানসম্মত কিনা। ডিজাইনটি সাইটের নির্দেশমত তৈরি করা হলে, কর্তৃপক্ষ বিভিন্ন বিষয় বিবেচনা করে ডিজাইনটির একটি দাম নির্ধারণ করে দেয়। ডিজাইনের ধরণ ও কাজের পরিমাণের উপর ভিত্তি করে দাম সর্বনিম্ন ১ ডলার থেকে শুরু করে ২০ ডলার পর্যন্ত হতে পারে। এরপর ডিজাইন বিক্রির ৪০% থেকে ৭০% অর্থ ডিজাইনারকে দেয়া হয়। নতুনদেরকে ৪০% অর্থ দেয়া হয় যা বিক্রি বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে ৭০% এ উত্তীর্ণ হয়। প্রথম অবস্থায় দাম শুনতে কম মনে হলেও আসলে একটি ডিজাইন একাধিক ক্লায়েন্টের কাছে বিক্রির সুযোগ রয়েছে। তাই ১ ডলার মূল্যের একটি সামান্য ব্যানার যদি ৪০ থেকে ৫০ বার বিক্রি হয় তাহলে পরিশেষে মোট দাম নেহায়েত কম হয় না। এই ধরনের ছোটখাট কাজ করতে একজন নতুন গ্রাফিক্স ডিজাইনারের এক দিনের বেশি লাগার কথা নয়।
সাইটের নেভিগেশন বা ব্যবহার পদ্ধতি অত্যন্ত সহজ, সরল এবং পরিকল্পিতভাবে সাজানো। সাইটের বামদিকের কলামের শুরুতেই রয়েছে বিভিন্ন বিভাগ যাতে ক্লিক করে ওই বিভাগের সকল ডিজাইন দেখা ও কেনা যায়। এখানে মূল বিভাগগুলো হচ্ছে - Graphics, Design Templates, Texture, Vectors, Add-ons, Isolated Objects এবং Icons । Graphics বিভাগে রয়েছে ব্যাকগ্রাউন্ড, বাটন, ফরম, ব্যানার এবং একটি ওয়েবসাইটকে সাজানোর বিভিন্ন উপকরণ। Design Templates বিভাগে রয়েছে বিজনেস কার্ড, একটি প্রতিষ্ঠানের পরিচয় বহণকারী স্টেশনারী উপকরণের টেম্পলেট, ফ্লাইয়ার, রেজ্যুমে, ব্রুশিয়র, নিউজলেটার ইত্যাদি।Texture বিভাগে পাওয়া যায় বিভিন্ন ধরনের বস্তু যেমন কাঠ, কাগজ, পাথর, প্রকৃতি, কনক্রিট, মেটাল, তরলবস্তু, ফেব্রিক ইত্যাদির ছবি। এই ছবিগুলো সাধারণত একটি ডিজাইন তৈরি করার সময় ব্যাকগ্রাউন্ড ইমেইজ হিসেবে ব্যবহৃত হয়। Vector বিভাগে পাওয়া যায় কার্টুন ক্যারেক্টার ও বিভিন্ন বস্তুর ভেক্টর ছবি যা সাধারণত এডোব ইল্যাস্ট্রেটর দিয়ে তৈরি করা হয়। Add-ons বিভাগে রয়েছে ফটোশপ এবং ইল্যাস্ট্রেটরের বিভিন্ন এ্যাকশন, ব্রাশ, স্টাইল, শেপ, টেক্সচার এবং পেটার্নের কালেকশন। Isolated Objects বিভাগে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য বস্তুর গ্রাফিক্স পাওয়া যায়। সর্বশেষ Icon বিভাগে রয়েছে বিভিন্ন ধরনের নজরকাড়া আইকনের সমাহার যা কম্পিউটারের ডেস্কটপ সাজাতে বা একটি ওয়েবসাইটের ডিজাইনকে আকর্ষণীয় করতে ব্যবহৃত হয়। মোট কথা, গ্রাফিক রিভার সাইটের এই অসংখ্য বিভাগের মধ্য থেকে নিজের ইচ্ছেমত যেকোন ধরনের ডিজাইন তৈরি করে বিক্রি করা যায়।
ওয়েবসাইটের বামদিকের কলামে বিভাগের পর আরও যেসকল উল্লেখযোগ্য অংশ রয়েছে সেগুলো হল -Author Program, Referral Program, Asset Library, Forums এবং Blog । ডিজাইনার হিসেবে কাজ শুরু করার পূর্বে Author Program অংশে সাইটের নিয়ম কানুন ভালভাবে জেনে নিতে হবে। তারপর একটি ছোটখাট কুইজে অংশগ্রহণ করে তাতে উত্তীর্ণ হতে হবে। কুইজের উত্তরগুলো "হ্যাঁ" এবং "না" এর মধ্যেই সীমাবদ্ধ। নিয়মকানুন ভালভাবে পড়ে নিলে পাঁচ মিনিটের মধ্যেই সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেয়া সম্ভব। ডিজাইনার না হয়েও এই সাইট থেকে আয় করা সম্ভব, আর তা হচ্ছে Referral Program এর মাধ্যমে। এনভাটো মার্কেটপ্লেসের পাঁচটি সাইটের যে কোন একটিতে একজন নতুন ক্রেতাকে নিয়ে আসলে, ওই ক্রেতা সর্বপ্রথম যে পরিমাণ অর্থ সাইটে ডিপোজিট বা জমা করবে তার ৩০% আপনি পাবেন। কোন ডিজাইন কেনার পূর্বে এই সাইটে সর্বনিম্ন ২০ ডলার ডিপোজিট করতে হয়। অর্থাৎ একজন নতুন ক্রেতার মাধ্যমে আপনি সর্বনিম্ন ৬ ডলার থেকে ৩০ ডলার পর্যন্ত আয় করতে পারেন।
একটি ডিজাইন তৈরি করার সময় ডিজাইনে যদি কোন ধরনের ছবি সংযোগের প্রয়োজন হয় তাহলে Asset Library থেকে তা বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। এই সাইটে কপিরাইটের নিয়মকানুন খুব কড়াকড়িভাবে মেনে চলা হয়। তাই অন্য যে কোন সাইট থেকে ছবি সংগ্রহ করে তা ডিজাইনের সাথে সরাসরি সংযোগ করতে পারবেন না। এর জন্য হয় ছবিটি কিনতে হবে অথবা ছবির মালিকের যথাযথ অনুমতি সাপেক্ষে ব্যবহার করতে হবে। তবে সবচেয়ে ঝামেলাবিহীণ হচ্ছে সাইটির এ্যাসেট লাইব্রেরী থেকে ছবি সংগ্রহ করা।
সাইটের নিয়মকানুন এবং বিভিন্ন প্রয়োজনীয় তথ্য জানার জন্য Forums অংশে নিয়মিত ভিজিট করুন।আর এনভাটোর কর্তৃপক্ষ পরিচালিত ব্লগে পাবেন গ্রাফিক রিভার সম্পর্কে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য, বিভিন্ন প্রতিযোগীতার খবর এবং প্রতিমাসে একটি গ্রাফিক্স বিনামূল্যে ডাউনলোডের সুযোগ। গ্রাফিক রিভারসাইটে এই মূহুর্তে আইকন তৈরির একটি প্রতিযোগীতা চলছে যাতে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীকে ২০০ ডলার করে পুরষ্কার দেয়া হবে।
ওয়েবসাইটে লগইন করার পর উপরের অংশে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লিংক পাওয়া যায়, এগুলো হচ্ছে -Account, Bookmarks, Earning, Upload এবং Deposit । Account অংশটি আরো কয়েকটিভাগে বিভক্ত - Profile, Portfolio, Downloads, Earning, Statements এবং Edit । আপনার Profile এবংPortfolio অংশটি যেকোন মেম্বার দেখতে পারবে। Profile অংশে আপনি আপনার নিজের সম্পর্কে বিস্তারিত লিখবেন যাতে ক্লায়েন্ট আপনার ডিজাইনের পদ্ধতি সম্পর্কে ভাল ধারণা পেতে পারে। আপনি যে সকল ডিজাইন তৈরি করবেন তা Portfolio অংশে প্রদর্শন করা হবে। আপনি যদি অন্য কারো ডিজাইন কিনে থাকেন তাহলে Download অংশ থেকে তা ডাউনলোড করতে পারবেন। Earning অংশে কোন মাসে কত আয় করলেন তার বিস্তারিত বর্ণনা দেখতে পাবেন এবং এই অংশ থেকে আয়কৃত অর্থ উত্তোলন করতেপারবেন। Statement অংশে সাইট থেকে আপনার আয়/ব্যয়ের সম্পূর্ণ বিবরণ পাবেন।
ডিজাইন তৈরি করার নিয়ম:
গ্রাফিক রিভারের জন্য ডিজাইন তৈরি করার সময় অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হবে। অন্যথায়কর্তৃপক্ষ ডিজাইনটি গ্রহণ করবে না। ফটোশপ বা ইল্যাস্ট্রেটরে কাজ করার সময় যেসব বিষয় খেয়াল রাখতে হবে তা হল -
ওয়েবসাইটের বামদিকের কলামে বিভাগের পর আরও যেসকল উল্লেখযোগ্য অংশ রয়েছে সেগুলো হল -Author Program, Referral Program, Asset Library, Forums এবং Blog । ডিজাইনার হিসেবে কাজ শুরু করার পূর্বে Author Program অংশে সাইটের নিয়ম কানুন ভালভাবে জেনে নিতে হবে। তারপর একটি ছোটখাট কুইজে অংশগ্রহণ করে তাতে উত্তীর্ণ হতে হবে। কুইজের উত্তরগুলো "হ্যাঁ" এবং "না" এর মধ্যেই সীমাবদ্ধ। নিয়মকানুন ভালভাবে পড়ে নিলে পাঁচ মিনিটের মধ্যেই সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেয়া সম্ভব। ডিজাইনার না হয়েও এই সাইট থেকে আয় করা সম্ভব, আর তা হচ্ছে Referral Program এর মাধ্যমে। এনভাটো মার্কেটপ্লেসের পাঁচটি সাইটের যে কোন একটিতে একজন নতুন ক্রেতাকে নিয়ে আসলে, ওই ক্রেতা সর্বপ্রথম যে পরিমাণ অর্থ সাইটে ডিপোজিট বা জমা করবে তার ৩০% আপনি পাবেন। কোন ডিজাইন কেনার পূর্বে এই সাইটে সর্বনিম্ন ২০ ডলার ডিপোজিট করতে হয়। অর্থাৎ একজন নতুন ক্রেতার মাধ্যমে আপনি সর্বনিম্ন ৬ ডলার থেকে ৩০ ডলার পর্যন্ত আয় করতে পারেন।
একটি ডিজাইন তৈরি করার সময় ডিজাইনে যদি কোন ধরনের ছবি সংযোগের প্রয়োজন হয় তাহলে Asset Library থেকে তা বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। এই সাইটে কপিরাইটের নিয়মকানুন খুব কড়াকড়িভাবে মেনে চলা হয়। তাই অন্য যে কোন সাইট থেকে ছবি সংগ্রহ করে তা ডিজাইনের সাথে সরাসরি সংযোগ করতে পারবেন না। এর জন্য হয় ছবিটি কিনতে হবে অথবা ছবির মালিকের যথাযথ অনুমতি সাপেক্ষে ব্যবহার করতে হবে। তবে সবচেয়ে ঝামেলাবিহীণ হচ্ছে সাইটির এ্যাসেট লাইব্রেরী থেকে ছবি সংগ্রহ করা।
সাইটের নিয়মকানুন এবং বিভিন্ন প্রয়োজনীয় তথ্য জানার জন্য Forums অংশে নিয়মিত ভিজিট করুন।আর এনভাটোর কর্তৃপক্ষ পরিচালিত ব্লগে পাবেন গ্রাফিক রিভার সম্পর্কে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য, বিভিন্ন প্রতিযোগীতার খবর এবং প্রতিমাসে একটি গ্রাফিক্স বিনামূল্যে ডাউনলোডের সুযোগ। গ্রাফিক রিভারসাইটে এই মূহুর্তে আইকন তৈরির একটি প্রতিযোগীতা চলছে যাতে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীকে ২০০ ডলার করে পুরষ্কার দেয়া হবে।
ওয়েবসাইটে লগইন করার পর উপরের অংশে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লিংক পাওয়া যায়, এগুলো হচ্ছে -Account, Bookmarks, Earning, Upload এবং Deposit । Account অংশটি আরো কয়েকটিভাগে বিভক্ত - Profile, Portfolio, Downloads, Earning, Statements এবং Edit । আপনার Profile এবংPortfolio অংশটি যেকোন মেম্বার দেখতে পারবে। Profile অংশে আপনি আপনার নিজের সম্পর্কে বিস্তারিত লিখবেন যাতে ক্লায়েন্ট আপনার ডিজাইনের পদ্ধতি সম্পর্কে ভাল ধারণা পেতে পারে। আপনি যে সকল ডিজাইন তৈরি করবেন তা Portfolio অংশে প্রদর্শন করা হবে। আপনি যদি অন্য কারো ডিজাইন কিনে থাকেন তাহলে Download অংশ থেকে তা ডাউনলোড করতে পারবেন। Earning অংশে কোন মাসে কত আয় করলেন তার বিস্তারিত বর্ণনা দেখতে পাবেন এবং এই অংশ থেকে আয়কৃত অর্থ উত্তোলন করতেপারবেন। Statement অংশে সাইট থেকে আপনার আয়/ব্যয়ের সম্পূর্ণ বিবরণ পাবেন।
ডিজাইন তৈরি করার নিয়ম:
গ্রাফিক রিভারের জন্য ডিজাইন তৈরি করার সময় অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হবে। অন্যথায়কর্তৃপক্ষ ডিজাইনটি গ্রহণ করবে না। ফটোশপ বা ইল্যাস্ট্রেটরে কাজ করার সময় যেসব বিষয় খেয়াল রাখতে হবে তা হল -
- ডিজাইনের প্রত্যেকটি উপাদানকে আলাদা আলাদা লেয়ারে তৈরি করুন।
- দুই বা ততোধিক লেয়ারকে মার্জ বা এক লেয়ারে পরিণত করবেন না।
- লেয়ারগুলোকে সুবিন্নস্ত রাখার জন্য গ্রুপ ব্যবহার করুন। ধরা যাক আপনি কয়েক ধরনের বাটনের একটি সেট তৈরি করছেন। এক্ষেত্রে একই ধরনের বাটনকে একই গ্রুপে রাখতে পারেন।
- লেয়ারে বিভিন্ন ইফেক্ট ব্যবহার করলে তা কখনও রেস্টারাইজ করবেন না।
- লেয়ার এবং গ্রুপের অর্থবহ নামকরণ করুন।
- সকলের কম্পিউটারে থাকে এমন ফন্ট ব্যবহার করুন। যেমন - Arial, Tahoma, Times New Roman, Verdana ইত্যাদি। আর যদি অন্য কোন নতুন ফন্ট ব্যবহার করার প্রয়োজন পড়ে তাহলে ওই ফন্টটি কোন ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে তা অবশ্যই উল্লেখ করতে হবে।বিনামূল্যে ফন্ট সংগ্রহের জন্য www.dafont.com সাইটে ভিজিট করতে পারেন। বিনামূল্যে পাওয়া যায় ফন্টের ক্ষেত্রেও তার উৎস উল্লেখ করতে হবে।
- কোন কারণে আপনার ডিজাইনটি যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে কর্তৃপক্ষ তার কারণ ইমেইলের মাধ্যমে আপনাকে জানাবে। এক্ষেত্রে সেই ভুলগুলো সংশোধন করে আবার ডিজাইনটি জমা দিতে পারবেন।
- কোন ডিজাইন যদি সাইটের অন্য আরেকজনের ডিজাইনের সাথে মিলে যায় তাহলেও কর্তৃপক্ষ আপনার ডিজাইনটি গ্রহণ করবে না। তাই যে কোন ডিজাইন তৈরি করার সময় তাতে বৈচিত্র্য ও নতুনত্ব আনার চেষ্টা করুন।
ডিজাইন জমা দেবার নিয়ম:
ডিজাইন তৈরি করার পর তা জমা দিতে সাইটের উপরের অংশ থেকে Upload নামক লিংকে ক্লিক করুন। ডিজাইন জমা দেবার পূর্বে কুইজে অবশ্যই উত্ত্বীর্ণ হতে হবে। এরপর Upload অংশে প্রত্যেকটি বিভাগের জন্য Instructions, New BETA Upload এবং Old Style Upload নামক তিন ধরনের বাটন দেখতে পাবেন। প্রথমে Instruction অংশটি ভালভাবে পড়ে নিন এবং New BETA Upload বাটনে ক্লিক করে আপলোড শুরু করুন। এই অংশে আপলোড করতে সমস্যা হলে Old Style Upload বাটনে ক্লিক করুন। Upload করার নিয়মগুলো হচ্ছে নিম্নরূপ -
- প্রথমেই ডিজাইনটির একটি ভাল নাম এবং তার বর্ণনা লিখুন। ডিজাইনটিতে কোন ছবি বা ফন্টব্যবহার করলে তা যে ওয়েবসাইটে পাওয়া যাবে তার পূর্ণাঙ্গ লিংক এখানে দিন।
- এবার ফাইল আপলোডের পালা। সর্বমোট ৪ ধরনের ফাইল আপলোড করতে হবে। এগুলো হল -
- Image Preview: ডিজাইনটির ৫৯০ পিক্সেল প্রস্থের একটি JPG ছবি এই অংশে দিতে হবে। এক্ষেত্রে যে কোন উচ্চতা হতে পারে।
- Thumbnail: ডিজাইনটির ৮০ x ৮০ পিক্সেলের একটি ছোট JPG ছবি দিতে হবে।
- High Res JPG: ডিজাইনটির মূল মাপের একটি উঁচু রেজুলেশনের JPG ছবি দিতে হবে। Vector এর ক্ষেত্রে প্রস্থ সর্বনিম্ন ১২০০ পিক্সেল হতে হবে।
- Main File(s): এরপর ফটোশপ বা ইল্যাস্ট্রেটরের সকল ফাইলকে ZIP করে দিতে হবে।কোন ক্রেতা ডিজাইনটি কেনার পর এই ফাইলটিকেই ডাউনলোড করবে।
- Category: ডিজাইটনটি সুনির্দিষ্ট কোন বিভাগে অন্তর্ভূক্ত তা উল্লেখ করুন।
- Image Resolution: ডিজাইনটিকে কত রেজুলেশনে তৈরি করেছেন তা উল্লেখ করুন।
- Layered?: ডিজাইনে বিভিন্ন লেয়ার থাকলে Yes সিলেক্ট করুন।
- Minimum Application Version: ফটোশপ বা ইল্যাস্ট্রেটরের কোন ভার্সন ব্যবহার করেছেন তা উল্লেখ করুন। গ্রহণযোগ্য ভার্সনগুলো হচ্ছে - CS, CS2, CS3 ও CS4 ।
- Tag অংশে ডিজাইনটির যথাযথ ট্যাগ বা বৈশিষ্ট্য উল্লেখ করুন যা সার্চ করার সময় কাজে লাগবে।
- Comments for the Reviewer: এই অংশটি হচ্ছে সাইটের কর্তৃপক্ষকে মেসেজ দেবার জন্য।আপনার তৈরিকৃত ডিজাইন সম্পর্কে কোন কিছু বলার থাকলে তা এই অংশের মাধ্যমে তাদেরকে জানাতে পারবেন।
সবশেষে আপলোড বাটনে ক্লিক করে কাজটি জমা দিন। জমা দেবার পর আপনার ডিজাইনটি কর্তৃপক্ষের লিস্টে কততম স্থানে রয়েছে তা দেখতে পাবেন। আপলোড করার এক থেকে দুই দিনের মধ্যে ডিজাইনটি যাচাই বাছাই করা হবে। ডিজাইনটি গ্রহণ বা বাতিল হলে তা আপনাকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
আয়ের অর্থ উত্তোলনের জন্য এই সাইটে তিনটি পদ্ধতি রয়েছে - Paypal, Moneybookers এবংInternational Money Transfer (SWIFT) । নূন্যতম আয় ৫০ ডলার হলেই Paypal ওMoneybookers দিয়ে উত্তোলন করতে পারবেন। তৃতীয় পদ্ধতির ক্ষেত্রে নূন্যতম আয় হতে হবে ৫০০ ডলার।
গ্রাফিক রিভার তথা এনভাটো মার্কেটপ্লেসে নিয়মকানুন কড়াকড়িভাবে মেনে চলার কারণে এই সাইটগুলোতে সবসময় উন্নতমানের ডিজাইন পাওয়া যায়। আর হয়ত একারনেই ক্রেতা এবং বিক্রেতা মিলে মার্কেটপ্লেসে দুই লক্ষের উপর ব্যবহারকারী রয়েছে। একটি ভাল ডিজাইন তৈরি করতে পারলে তার ফলাফল আপনি সাথে সাথেই পাবেন। মার্কেটপ্লেসে এমন অনেক ডিজাইনার রয়েছেন যাদের ডিজাইন জমা দেবার কয়েক সপ্তাহের মধ্যেই বিক্রি একশ ছাড়িয়ে যায়। আর ডিজাইন শেখার অন্যতম উপায় হচ্ছে অন্যের ডিজাইন পর্যবেক্ষন করা। অন্য আরেকজনের ডিজাইন যদি দেখে দেখে হুবহু তৈরি করতে পারেন তাহলে ধরে নিবেন দক্ষডিজাইনার হতে খুব বেশি দিন বাকি নেই। এভাবে চর্চা করতে থাকলে ডিজাইনের নতুন নতুন আইডিয়া স্বাভাবিকভাবেই পেয়ে যাবেন।
আয়ের অর্থ উত্তোলনের জন্য এই সাইটে তিনটি পদ্ধতি রয়েছে - Paypal, Moneybookers এবংInternational Money Transfer (SWIFT) । নূন্যতম আয় ৫০ ডলার হলেই Paypal ওMoneybookers দিয়ে উত্তোলন করতে পারবেন। তৃতীয় পদ্ধতির ক্ষেত্রে নূন্যতম আয় হতে হবে ৫০০ ডলার।
গ্রাফিক রিভার তথা এনভাটো মার্কেটপ্লেসে নিয়মকানুন কড়াকড়িভাবে মেনে চলার কারণে এই সাইটগুলোতে সবসময় উন্নতমানের ডিজাইন পাওয়া যায়। আর হয়ত একারনেই ক্রেতা এবং বিক্রেতা মিলে মার্কেটপ্লেসে দুই লক্ষের উপর ব্যবহারকারী রয়েছে। একটি ভাল ডিজাইন তৈরি করতে পারলে তার ফলাফল আপনি সাথে সাথেই পাবেন। মার্কেটপ্লেসে এমন অনেক ডিজাইনার রয়েছেন যাদের ডিজাইন জমা দেবার কয়েক সপ্তাহের মধ্যেই বিক্রি একশ ছাড়িয়ে যায়। আর ডিজাইন শেখার অন্যতম উপায় হচ্ছে অন্যের ডিজাইন পর্যবেক্ষন করা। অন্য আরেকজনের ডিজাইন যদি দেখে দেখে হুবহু তৈরি করতে পারেন তাহলে ধরে নিবেন দক্ষডিজাইনার হতে খুব বেশি দিন বাকি নেই। এভাবে চর্চা করতে থাকলে ডিজাইনের নতুন নতুন আইডিয়া স্বাভাবিকভাবেই পেয়ে যাবেন।
Source: http://tunenews24.blogspot.com
রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬
How To Create Corporate Business Card Design For Graphicriver | Graphicriver Submission Tutorial
সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬
why learning english is important for outsourcing
বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬
সেরা এনভাটো প্রোডাক্ট মার্কেটিং গাইডলাইন
এনভাটো মার্কেটপ্লেস কি এনভাটো মার্কেটপ্লেসে কি হয় ? এইসব নতুন করে বলার কোন প্রয়োজন নাই বললেই চলে। কিন্তু প্রশ্ন এখন ডেভেলপার বা ডিজাইনারদের ছাড়া সেই স্থানে একজন ডিজিটাল মার্কেটার এর কি সম্পর্ক ? হ্যাঁ এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়েই লেখাটি।
এনভাটো তে যেমন ডেভেলপার বা ডিজাইনার জড়িয়ে আছে ঠিক তেমনি জড়িয়ে আছে ডিজিটাল মার্কেটাররা। যদি বলেন কিভাবে ? মজার ব্যাপার কি জানেন, ডেভেলপাররা অনেক কষ্টের পর একটা প্রোডাক্ট সেল করলে হইত ৫০%-৭৫% পাই। কিন্তু একজন অ্যাফিলিয়েট মার্কেটার কিছু কারিকুলামি করে ৩০% আয় করে নেন। তো ব্যাপার টা কেমন হইল ? শুধু যদি এতটুকু বলে থেমে যায় তবে ভুল হবে, এনভাটো কিন্তু একটা মার্কেটপ্লেস, এনভাটো কিন্তু বায়ার না। সুতরাং প্রোডাক্ট সেল করতে হলে দরকার হবে ডিজিটাল মার্কেটার।
সুতরাং বেশিরভাগ সময় আমার মনে হয় ডেভেলপার বা ডিজাইনার থেকে আমাদের ক্ষমতা বেশি । ডেভেলপার বা ডিজাইনার ভাইরা কিছু মনে নিয়েন না। মজা করলাম আর কি !! সবকিছুই তো বুঝলাম কিন্তু মার্কেটিং পদ্ধতি টা আসলে কেমন হবে ? এটা জানার জন্য আপনি আমার এই পোস্টটি পড়তেছেন। ভাই ধৈর্য ধরতে হবে। কথা এখনও শেষ হয় নি। মার্কেটিং তো এখনও অনেক দূর। প্রোডাক্ট দেওয়ার পূর্বে যেসব করনীয়গুলো রয়েছে সেগুলো প্রথমে জেনে নিন।
প্রোডাক্ট মার্কেটপ্লেসে দেওয়ার পূর্বে কিছু কথা
► প্রোডাক্ট তৈরি করার পর তো অবশ্যই ডকুমেশন তৈরি করুন। সেটা ফ্রী প্রোডাক্ট হোক। কারন অনেকে আপনার চিন্তা – ভাবনা থেকে তৈরি প্রোডাক্ট সঠিকভাবে ব্যবহার করতে পারবে না। এবং সেই ডকুমেশনটা আপনার অথোরিটি ওয়েবসাইটে পাবলিশ করুন। কোন ভাবে সেটা পিডিএফ আকারে দিয়ে ডাউনলোড করাবেন না। তবে ২ টা রাখতে পারলে ভালো। ডকুমেশনের ভিতর আপনার প্রোডাক্ট এবং আপনার সাইটের প্রধান প্রধান কি-ওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করুন ।
►একটা প্রোডাক্ট কে মার্কেটিং করার পূর্বে প্রোডাক্টটি কিভাবে নজরে নিয়ে আসা যায় সেটা আমার থেকে বেশি ভালো বুঝেন ডেভেলপার বা ডিজাইনাররা। তারপরও বলব প্রোডাক্টে যখন আই ক্যাচিং ব্যাপার টা থাকে, তখন প্রোডাক্ট মার্কেটিং এমনিতে ২০-৩০% কমপ্লিট হয়ে যায়।
► সর্ব প্রথম বলব ডিজাইন বা ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে আমরা যে লরেম ইপসাম ব্যবহার করি, এটা ব্যবহার করবেন না। এটা একদম হারাম। হা হা হ হা। লরেম ইপসাম বাদ দিয়ে আপনি যে প্রোডাক্ট টা তৈরি করছেন ওই প্রোডাক্ট সম্পর্কে লিখুন। এবং আপনার প্রোডাক্ট কি ধরনের সেটা নিয়ে কি- ওয়ার্ড রিসার্চ করুন। এবং সার্চ ইঞ্জিন টার্গেট করে লরেম ইপসাম ব্যবহার করা বাদ দিয়ে কন্টেন্ট প্রবেশ করান, সাথে আপনার কি-ওয়ার্ড ব্যবহার করুন।
► আপনার যেহেতু প্রয়োজন প্রোডাক্ট সেল করা তাই আপনার অথোরিটি সাইটে যতবেশি ভিজিটর আনতে পারবেন ততই আপনার প্রোডাক্ট সেল হবে। সুতরাং আপনাকে আপনার অথোরিটি সাইটে ব্লগিং করবেন। আর সেখানে আপনার প্রোডাক্ট এর ফিচার বা টিপস শেয়ার করেন। আর অবশ্যই আপনার টার্গেট কি-ওয়ার্ড মাথায় রাখবেন।
বোনাস টিপসঃ সাইট অথোরিটি বাড়ানোর জন্য গুগল অথোরশিপ ব্যবহার করুন। এতে করে মজ ট্রাস্ট বাড়বে এবং গুগল আপনার সাইট কে আরও বেশি প্রাধান্য দিবে, সেই সাথে আপনার প্রোডাক্টকে। আপাতত একটা প্রোডাক্ট তৈরির পূর্বে উপরোক্ত বিষয়গুলির প্রতি নজর রাখলে হবে ।
তো এখন চলে যাওয়া যাক কিভাবে একটা প্রোডাক্টকে এসইও বান্ধব করা যায়।
এসইও বান্ধব প্রোডাক্ট তৈরি
আমি এই পয়েন্টটি তে বেশি ফোকাস করব থিমফরেস্ট অর্থাৎ থিম এবং টেম্পলেটকে যেহেতু এনভাটো তে সবথেকে পপুলার ক্যাটাগরি এটি। আর বাংলাদেশে প্রচুর ডেভেলপার এবং আইটি ফার্মগুলো থিমফরেস্টে কাজ করে থাকেন। তাই তাদের কথা মাথায় রেখেই এই পয়েন্টটি তুলে ধরা।
তো মূল আলোচনা তে চলে যায়ঃ
বর্তমানে বায়াররা একটা থিম কেনার সময় তারা আরেকটা জিনিস চায় সেটা হইল, থিম বা টেম্পলেটটা আসলে এসইও বান্ধব কিনা । আর বর্তমানে বেশি সেল হচ্ছে এসইও ফ্রেন্ডলি প্রোডাক্টগুলো।
একজন বায়ার হিসেবে আমার আসলে কি চাহিদা ছিল সেটা একটু বলি, কিছুদিন পূর্বে আমি একটি ব্লগিং এর জন্য একটা ওয়ার্ডপ্রেস থিম খুজতে ছিলাম, আমি চাচ্ছিলাম থিমটা দেখতে যেন চমৎকার হয়, কিন্তু যখন আমি থিমগুলো প্রিভিউ করে দেখি তখন অনেক ধরনের এসইও সমস্যা দেখতে পায় থিমগুলোর ভিতর। যা সাইটটাকে লাইভ করার পূর্বে অনেক কিছু ফিক্স করতে হবে আমাকে। তাই আমি অন্য থিম খোজাতে ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু এখানে কি লক্ষ্য করেছেন কতটা লসের খাতায় নাম দিতে হইল ওই থিমকে। এক নাম্বার, তার থিম তো আমি কিনিই নাই। দুই নাম্বার, আমি কিন্তু তাকে তার থিমের সমস্যা জানাতেও যায় নি। এইভাবে অনেক বায়ার তার থিম দেখে পছন্দ করলেও থিম টি সেল হয় না। আর এই কারনে বেশিরভাগ ভালো আই ক্যাচিং থিম সেল হয় না।
তো কি করলে একটা একটা থিম কে এসইও ফ্রেন্ডলি করা যায় সেটা একটু দেখি।
এজ্যাক্স কনটেন্ট
গুগল সহ যত সার্চ ইঞ্জিন আছে সমস্ত সার্চ ইঞ্জিনের জন্য ভালো না, যখন কি না একটি এজ্যাক্স কনটেন্ট পেজে রোবট ক্রল করে। কোন এজ্যাক্স কন্ট্রোল কনটেন্ট তো ক্রল করতে পারে না , সেই সাথে পেজটি সার্চ ইঞ্জিনে ইনডেক্স হয় না। এটা মারাত্মক একটা সমস্যা। কিন্তু ডেভেলপার চাইলে এজ্যাক্স কনটেন্টকে এসইও ফ্রেন্ডলি করতে পারেন । এইচটিএমএল ৫ হিস্টোরি এপিআই (HTML5 History API), স্পেসিফিকভাবে ফাংশন window.history.pushState() এর মাধ্যমে। সেদিন থিম ফরেস্টে অসাধারন একটা এজ্যাক্স থিম চোখে পড়ল । এটি ছিল সুইফটআইডিয়াস এর ক্লিক থিম ।
টুলসঃ
ব্রো এসইও টুলসটি ব্যবহার করলে আপনি জানতে পারবেন সার্চ ইঞ্জিন আপনার কোন কনটেন্টগুলো পড়তে পারছে সেই সাথে জেনেও যাবেন কোনটা ক্রল করতে পারছে না।
রিসোর্সঃ যেহেতু আমি ডেভেলপার না, তাই কোডিং ব্যাপার টা খুব বেশি জানি না। শুধু আমার যতটুকু প্রয়োজন ততটুকু ছাড়া। তাই এজ্যাক্স কনটেন্ট কে কিভাবে এসইও ফ্রেন্ডলি করবেন এইচটিএমএল ৫ হিস্টোরি এপিআই (HTML5 History API) দ্বারা সেটা পড়ে নিন। এছাড়া এজ্যাক্স কনটেন্ট কিভাবে কিভাবে আরও এসইও ফ্রেন্ডলি করা যায় সেটা পড়তে চাইলে চলে যান মজের এই লিঙ্কে, এবং বিং এর এই লিঙ্কে ।
সিএসএস এবং অন্যান্য স্ক্রিপ্ট একত্রীকরণ
একটা পেজের যতদ্রুত লোড হয় গুগলের কাছে এমনকি ভিজিটর এর কাছেও সেটা অনেক বেশি প্রাধান্য পায়। পেজের লোড যত কম হয় ততই ভালো। এর ফলে বাউন্স রেট অনেক কম থাকে। আপনি এটাকে কমাতে পারেন যদি কিনা আপনি আপনার স্ক্রিপ্টগুলাকে একত্র করে কপ্রেস করে রাখেন। যদি আপনি পেজ স্প্রিড বাড়াতে চান অনেক সমধান আছে, মিনিফাই বা ওয়াইইউআই কপ্রেসার এর মত। এরপর দেখুন আপনার পেজ স্প্রিড কতটা ইম্প্রুভ হয়েছে। এছাড়া আপনি কমন ওপেন সোর্স , জাভাস্ক্রিপ্ট বা মোটুলস এর জন্য গুগল হোস্টেড লাইব্রেরিয়াস ব্যবহার করতে পারেন আপনার থিমের ভিতর।
মাল্টিপল এইচ১ ট্যাগ
গুগল এটার বিরুদ্ধে না। আমার অভিজ্ঞতা থেকে যতটুকু বলি, সেটা হল এইচ১ ট্যাগ একটা পেজের সম্পূর্ণ ব্যাপার টা ছোট্ট একটা লাইনের মাধ্যমে বুঝানো হয়। যার কারনে এটা খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে ওই পেজটাকে সার্চ ইঞ্জিনে উপরে আসার ক্ষেত্রে। সার্চ ইঞ্জিনে এই এইচ১ ট্যাগের কারনে অনেকগুলা সিগন্যাল যায় ওই কনটেন্ট এর ব্যাপারে।
উপরের ভিডিও তে ম্যাট কাটস ক্লিয়ারভাবে বলে দিয়েছে। সুতরাং এটা নিয়ে আর কিছু বলার নাই। যদি আপনি ম্যাট কাটস এর কথা না বুঝতে পারেন সেজন্য আমি ট্রান্সক্রিপ্টটা নিচে দিয়ে দিলাম।
“A very short to the point question from Aaron, south of Boston. Aaron asks, “Morethan one H1 on a page: good or bad?” Well, if there’s a logical reason to have multiple sections, it’s not so bad to have, you know, multiple H1s. I would pay attention to overdoing it. If your entire page is H1, that looks pretty Creti, right? So don’t do all H1 and then you CSS to make it look like regular text because we see people, who are competitors complain about that if users ever turn off CSS or the CSS doesn’t load, it looks really bad.
So, you know, it’s okay to have a little bit of H1 here and then maybe there’s twosections on a page, and so maybe have a little bit of H1 here. But you really should you use it for headers or headings, which is what the intent is. Not to just throw H1 everywhereyou can on a page. Because I can tell you, if you just throw H1 everywhere on a page,people have tried to abuse that and so our algorithms try to take that into account so it doesn’t really do you that much good.
So I would use it where it make sense and more sparingly, but you can have it multiple times.”
যদি আপনি একজন ভালমানের এইচটিএমএল৫ কোডার হয়ে থাকেন, একটা পেজের উপর মাল্টিপল এইচ১ ব্যবহার করতে চাইবেন না। কারন এসইও এর জন্য এটা অল্প হলেও সমস্যা। কিন্তু আমার ব্যাক্তিগত সাজেশন থাকবে এটাকে বাদ দেওয়ার চেষ্টা এবং এড়িয়ে যাওয়া। যদি আপনি পারেন।
সোশ্যাল সাইডবার
সোশ্যাল সিগন্যালস খুব গুরুত্বপূর্ণ এসইও এর জন্য। যখন আপনার থিমটিকে মার্কেট সেরার করার চিন্তা করবেন তখন আপনার থিমের ভিতরে ক্রিয়েটিভ সোশ্যাল শেয়ার বাটন তৈরি করতে হবে। ক্লায়েন্ট সব সময় চাইবে অন্যর থেকে কিছুটা আলাদা। তাই আপনি যত আকৃষ্ট করা সোশ্যাল বাটন তৈরি করতে পারবেন তত মার্কেট পাবে আপনার থিমটি। এটি পরিক্ষিত একটি পদ্ধতি। উপরে বলেছি প্রোডাক্ট সেলের বাড়ানোর ব্যাপারে।
কিন্তু এসইও এর জন্য ইফেক্টি কেন? হ্যাঁ তাহলে লাইভ একটা প্রমান দেখতে হলে উদাহরন দিতে হবে ই-কমার্স টেম্পলেট এর। টুইটার প্রোডাক্ট কার্ডস এর নাম ডেভেলপাররা খুব ভালো করে জানেন। আপনি যদি না জানেন তবে ছবিটার দিকে লক্ষ্য করুন। বুঝতে পারবেন। তো ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে যে, সেখানে প্রোডাক্ট প্রাইস সহ চলে আসছে। যেটা ই-কমার্স টেম্পলেট ক্লায়েন্টদেরকে বেশি আকৃষ্ট করে থাকে। এর ফলে কনভার্সনটা অনেক বাড়ে। আর গুগল এখন সোশ্যাল সিগন্যাল কে ব্যাকলিঙ্ক হিসেবে প্রাধান্য দিয়ে থাকে। আর সোশ্যালের সিগন্যালের সাথে কনভার্সন যত বেশি সার্চ ইঞ্জিনের কাছে সেটার মান ততবেশি।
যদি ব্লগিং বা ম্যাগাজিন থিমের কথা চিন্তা করেন তবে সেক্ষেত্রে ফেসবুক ওপেন গ্রাফ বা টুইটার সামারি কার্ড থেকে সোশ্যাল বক্স তৈরি করে নিতে পারেন। তবে টুইটার প্রোডাক্ট কার্ড সবথেকে সেরা।
এসইও বান্ধব ছবি
আপনার থিমের একটা নাম একটা নাম দিয়ে আপনি সেটাকে মার্কেটিং করেন। এবং আপনি সর্বদা মাথায় রাখেন অন্যদের থেকে যেন ভিন্ন হয়। এতে করে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট একটা ব্র্যান্ড তৈরি হয়। আপনার প্রোডাক্ট যদি খুব ভালো পারফর্ম না করে তাহলে তো গুগলে আপনার প্রোডাক্টের নাম লিখে সার্চ করবে না। আর যদি না লিখে সার্চ করে তাহলে আপনার ব্র্যান্ড করে কি লাভ হইল ? যে ব্র্যান্ডের নাম লিখেই মানুষ সার্চ করে না।
আপনি এখন চিন্তিত কথাতো সত্য। ভাবতেছেন তাহলে উপায়। হ্যাঁ, উপায় একটা আছে। সেঠাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে, তাছারা কিছুই নয়। আপনার প্রোডাক্ট অবশ্যই এনভাটোর কোন একটা ক্যাটাগরির সাথে সম্পৃক্ত একই সাথে আপনি যে প্রোডাক্টকে ডেভেলপ করতেছেন সেটা ডেভেলপমেন্ট এর কোন একটা ক্যাটাগরির সাথে সম্পৃক্ত। অর্থাৎ গুগলে মানুষ মানুষ আপনার প্রোডাক্ট এর নাম না দিয়ে সার্চ করলেও আপনি তাকে সার্চ করাতে বাধ্য করাবেন। কিভাবে ? যদি আপনার মানুষ সার্চ করে “Onpage WordPress Theme” তাহলে অনেক অনেক প্রোডাক্ট লিস্টে চলে আসবে ? আপনার দরকার এই লিস্টে থাকা। কিন্তু আপনি তো প্রোডাক্ট বানানো নিয়ে ব্যস্ত। এই কি-ওয়ার্ড নিয়ে কাজ করবেন কখন? আবার চিন্তা।
চিন্তা করার কিছু নাই। কিছু জিনিস মাথায় রাখার মধ্যে ইমেজ অপটিমাইজেশনটাকে মাথায় রাখতে হবে। এতে একজন ক্লায়েন্টও আপনার প্রতি আস্থা রাখবে। গুগল যখন তার রোবট দিয়ে ক্রল করে তখন ইমজেগুল পড়ে। আর এটা পড়ে ALT tag দ্বারা। আপনি যদি এই ট্যাগ টি ব্যবহার করে সাথে ছোট্ট একটা ডিস্ক্রিপশন দিয়ে দেন, আর ব্যাপার টা যদি প্রতিটা ইমেজের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রিলেটেড এঙ্কর টেক্সট দ্বারা করেন, তাহলেই কেল্লা ফতে। উদাহরনঃ “Limo WordPress Theme” Limo wordpress Responsive Theme” , “Limo Premimum WordPress Theme”. এইভাবে করলে গুগল আপনার ইমেজটাকে পড়তে পারে। যা কি-ওয়ার্ড র্যাঙ্ক করাতে সাহায্য করে। তাই আমি প্রথমেই বলেছিলাম, লরেম ইপসাম ব্যবহার করা হারাম। যদি পুরা থিমটা তে আপনার প্রোডাক্টটা নিয়ে যদি আলোচনা হয় তাহলেই কেল্লা ফতে। কি-ওয়ার্ড আপনার র্যাঙ্ক করতে আর দৌড়াতে হবে না।
ইমেজে অপটিমাইজেশনের আরও ব্যাপার আছে, ইমেজ কোয়ালিটি খুব ভালো হবে কিন্তু অবশ্যই যেন সেটা ভারী না হয়। এতে পেজের লোড বেড়ে যাবে। আর আমি পূর্বেই বলেছি সাইট এর লোড যত কমবে তত সার্চ ইঞ্জিনের ভালো। এতে করে মোবাইল বা ট্যাবলেট ভিজিটররা বেশি সুবিধা পায়। এই জন্য ক্লায়েন্টরা এই ব্যাপার টা মাথায় রাখে। কারন এখন প্রচুর মোবাইল বা ট্যাব ভিউ। এটাকে তাই সার্চ ইঞ্জিন খুব বেশি প্রাধান্য দিচ্ছে। চাইলে আপনারা এই ক্রাকেন টুলসটি ব্যবহার করতে পারেন। যা আপনার ইমেজকে শুধু সাইজ কমিয়ে দিয়ে রেজুলেশন ঠিক রাখে।
এসইও প্ল্যাগিন
এই প্লাটফর্মের জন্য যে এই পয়েন্টটা লাগবে সেটা হইত কেউ ভাবে নি , সোজা কথায় এই পয়েন্ট টি আপনি এখন এড়িয়ে অন্য পয়েন্টে চলে যাচ্ছেন। কিন্তু এড়িয়ে গেলেন তো মিস করে গেলেন। আপনাকে মনে রাখতে হবে, আপনি এই প্লাটফর্মে এসেছেন শুধু বিজনেস করতে। এটা একটা ভালো কনসেপ্ট এই জন্য বলব আমি যে, এই কনসেপ্টটা খুব কম মানুষকাজে লাগাই। আপনি কি একবার দেখেছেন কোন এসইও প্লাগিন টা আপনার থিমের সাথে ভালো পারফর্ম করতেছে ? আপনার দেখার প্রয়োজন মনে হয় নি।
বিজনেস করতে আসলে এইসব খুঁটিনাটি সব বিষয় মাথায় রাখা উচিৎ। যখন কোন ক্লায়েন্ট আপনার প্রোডাক্ট কিনতে আসবে তখন সে যদি একটা পয়েন্ট দেখে, তবে সে নিজেই অবাক হয়ে যাবে। পয়েন্ট টা ঠিক এই রকম “Our Theme is good performing on Yoast WordPress SEO Plugin, So It`s our Bonus Recommendation for you” এখন বলেন তো আপনি ক্লায়েন্ট হলে কি করবেন ?
সুতরাং একটু নজরে রাখেন আপনার ডেভেলপ করা থিম কারা ব্যবহার করছে এবং তাদের পারফর্ম কি ? তারা কি প্ল্যগিন ব্যবহার করতেছে। সবকিছু ট্র্যাক করে এটাকে মেনশন করুন প্রোডাক্ট ডিটেইলস অপশনে। এরপর প্রোডাক্ট পারফর্ম দেখেন। যদি ট্র্যাক না করে আপনার আপনার বানানো প্রোডাক্ট এর উপর একটা জরিপ চালান, দেখেন আপনিই বুঝতে পারবেন কোনটা ভালো পারফর্ম করছে। নিজের কাছে যেমন ভালো লাগবে, ক্লায়েন্ট এর কাছেও ঠিক তেমনি ভালো লাগবে।
এতক্ষণ অনেক কিছু দেখলাম বা জানলাম প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসার পূর্বে কি করতে হবে কেন করতে হবে এই সব বিষয়। এখন চলে যাব অধীর আগ্রহে অপেক্ষা করা সেই মার্কেটিং পদ্ধতিগুলো। যা জানার জন্য আজকে আপনি ভিজিট করেছেন আমার ওয়েবসাইটে। চলুন শুরু করা যাক।
এনভাটো প্রোডাক্ট মার্কেটিং পদ্ধতি
কয়েক বছর পূর্বেও মানুষ জানত না যে এসইও একটা গুরুত্বপূর্ণ মাধ্যম অনলাইন বিজনেসে এর জন্য। কিন্তু মানুষ এখন জানতে শুরু করেছে মাত্র যে এসইও একটি অসাধারন মাধ্যম প্রোডাক্ট সেল করার জন্য। যেটা ভিন্ন ভিন্ন সার্চ ইঞ্জিন থেকে টার্গেট ভিজিটরকে আনতে সাহায্য করে।
কিন্তু এইসব মানুষগুলো বা ভিজিটররা আসলে কি মাধ্যম হয়ে সার্চ ইঞ্জিনে প্রবেশ করছে। খুব সহজ উত্তর হবে কি-ওয়ার্ড এর মাধ্যম হয়ে সার্চ ইঞ্জিনে পরবর্তীতে কোন সাইট সেই ভিজিটরকে পাচ্ছে। তো প্রথম বিষয়ে আসতে হবে সেটা হল কি -ওয়ার্ড।
কি-ওয়ার্ড বাছাইকরন
কি-ওয়ার্ড বাছাই করার ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবেঃ
► উপযুক্ত সার্চ ভলিউম ।
► অনেক বেশি যেন কম্পিটিটিভ যেন না হয় ।
► এবং অবশ্যই আপনার প্রোডাক্ট এর সাথে সম্পৃক্ত
আমি জানি যে উপরের পয়েন্টগুলা আপনি খুব ভালোভাবে জানেন। কিন্তু আজকে আমি দেখাব কিভাবে এইগুলা আরও ভালোভাবে করা যায়। আর কাজগুলো করব আমার ফেভারিট টুলসগুলো দিয়ে। আপনি টুলসগুলো খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আর যদি আরও ভালো দিক-নির্দেশনার প্রয়োজন হয় তবে প্রচুর টিউটোরিয়াল খুজে পাবেন সেগুলো দেখে নেওয়ার পরামর্শ রইল।
কি-ওয়ার্ড আইডিয়াঃ
আপনি টুলস ব্যবহার না করেও কি-ওয়ার্ড সাজেশন নিতে পারেন গুগলে সার্চ করে। কিভাবে সেটা আমি নিচে ছবি আকারে দিয়েছি।
► ইউবারসাজেস্টঃ এই টুলসটি এক্সেল ফাইলের মাধ্যমে কি-ওয়ার্ড আইডিয়া দিয়ে আপনাকে সাহায্য করবে।
► সোভলেঃ এই টুলস ব্যবহার করেও আপনি বিভিন্ন সার্ভিস থেকে কি-ওয়ার্ড আইডিয়া পাবেন।
► গুগল ট্রেন্ডসঃ গুগল ট্রেন্ডস সম্পর্কে নতুন করে কিছু বলার দরকার হয় না তারপরও বলে রাখি আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটা কতটা পপুলারিটি, আদৌ কি আপনার প্রোডাক্ট মার্কেটে ভালো পারফর্ম করবে সেটা একটা গ্রাফ এর মাধ্যমে দেখা যায়।
► কি-ওয়ার্ড টুলঃ এটি গুগল অটোকমপ্লিট থেকে ৭৫০টি কি-ওয়ার্ড জেনারেট করে দেয়। যা সঠিক কি-ওয়ার্ড বাছাই করতে সাহায্য করে।
কি-ওয়ার্ড ডাটা কালেকশন
লিস্ট কালেকশনের পর পরই পরবর্তী ধাপ হইল কি-ওয়ার্ড ডাটা কালেকশন করা। কত পরিমান মানুষ কি-ওয়ার্ডগুলা দিয়ে সার্চ করছে এটা জানা অনেক বেশি জরুরী। কি-ওয়ার্ড ডাটা কালেকশনের জন্য গুগল এডওয়ার্ডস কে বাছাই করতে পারেন। বিপরীত হিসেবে আপনি ওয়ার্ডস্ট্রিম বা ওয়ার্ডট্রাকার ব্যবহার করতে পারেন।
কি- ওয়ার্ড ঝুকি পরিমাপঃ
কি-ওয়ার্ড পরিমাপ করার জন্য MOZ Keyword Difficulty Tool টি ব্যবহার করতে পারেন। যা আপনাকে সঠিক তথ্য দিয়ে আপনার প্রোডাক্ট সেলের জন্য সাহায্য করবে। একটা ব্যাপার মনে রাখবেন, আপনি একজন এনভাটো অথোর। আপনার নিজের প্রোডাক্ট আছে সাথে একটি অথোরিটি সাইট আছে, তাই আপনার প্রোডাক্ট রিলেটেড হাই-কম্পিটিশন কি-ওয়ার্ড খুব ভালোভাবে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করাতে পারবেন।
প্রোডাক্ট টাইটেল এবং কনটেন্ট
টাইটেল অপটিমাইজেশনঃ
আপনার প্রোডাক্ট এর টাইটেল একটা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে এসইও এর ক্ষেত্রে। যেটা আপনি এইচ১ ট্যাগ দ্বারা আপনার প্রোডাক্ট এর পেজকে আবদ্ধ করেন।
গুগল সার্চ ইঞ্জিন বলছে ৫০-৫৫ শব্দের এর ভিতর একটা টাইটেল কে সীমাবদ্ধ রাখতে। যদি আপনার টাইটেল অনেক বড় হয়ে থাকে তবে গুগল একটা পেজের জন্য টাইটেলকে বিভিন্নভাবে জেনারেট করে দেই। টাইটেল এর সাথে সার্চ ইঞ্জিনের সামঞ্জস্যতা ব্যাপারে একটু বিস্তারিত পড়তে চাইলেগুগল ওয়েবমাস্টার এর থেকে পড়ে নিন।
টাইটেল টা একটা নির্দিষ্ট শব্দের ভিতর যেমন রাখা উচিৎ ঠিক তেমনি সেটা যেন সুন্দর একটা বাক্য পরিনত হয় সেটার ব্যাপারেও মাথায় রাখা উচিৎ। ধরুন যে আপনার একটা থিম আছে মেডিকেল এর উপর। ধরলাম প্রোডাক্ট এর নাম লরেম ইপসাম টেম্পলেট। এখন আপনি মেডিকেল এর টেম্পলেট বোঝানোর খাতিরে ,মেডিকেলের এই Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis টার্মস টি ব্যবহার করে যদি লিখেন “Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis Lorem Ipsum Template” । তাহলে ব্যাপার টা কি দাঁড়ালো ?
কিছু পয়েন্ট তুলে ধরলাম টাইটেল এর ক্ষেত্রে এইগুলা মাথায় রাখবেনঃ
► বায়ার যেন টাইটেল দেখে প্রোডাক্ট সম্পর্কে বুঝতে পারে আসলে এটা কি ।
► সর্বদা চেষ্টা রাখবেন প্রধান কি-ওয়ার্ডটি টাইটেলে ব্যবহার করার জন্য।
► ১০০ ওয়ার্ড এর ভিতর আপনার টাইটেলটা সীমাবদ্ধ যেন থাকে এনভাটো তে।
টাইটেল এর একটা সুন্দর উদাহরন দেইঃ ধরলাম যে আপনার প্রোডাক্টটি একটি ওয়ার্ডপ্রেস প্যারালাক্স থিম। যেটা সার্ভিস প্রোভাইডার জন্য বানানো। তো টাইটেল টা এমন হবে “ABC Parallax WordPress Theme for Service “
কনটেন্ট অপটিমাইজেশনঃ
অসাধারন সব টেক্সট ব্যবহার করুন আপনার প্রোডাক্ট পেজে। সেই সাথে ইমেজ দেওয়ার পর ইমেজ এর বিস্তারিত লিখুন। কারন গুগল টেক্সট পড়তে পড়ে বুঝতে পারে আপনার পেজে কি বিষয় নিয়ে লেখা আছে এবং এটি সার্চ কোয়ারির সাথে কতটুকু মিল আছে। ব্রোএসইও টুলস থেকে আইডিয়া বের পাবেন আপনার প্রোডাক্ট পেজে গুগল কি পড়তে পারছে আর কি পারছে না।
আমি বোঝাতে চাই নি যে, আপনি প্রোডাক্ট আইটেমে ছবি ব্যবহার করবেন না। কারন যখন আমি মার্কেটপ্লেসে প্রবেশ করি তখন আমি প্রথমেই ফিচারগুলো দেখি যেগুলা ইমেজ আকারে দেওয়া থাকে। শুধুমাত্র আপনার দায়িত্ব ইমেজটাকে অপটিমাইজ করবেন সাথে আপনার ইমেজের সম্পর্কে টেক্সট দিবেন।
প্রথম প্যারাগ্রাফে ১৫০-১৬০ ওয়ার্ড এর ভিতর রাখবেন যেটা আপনার মেটা ডিস্ক্রিপশন হিসেবে ব্যবহার হয়। তাই প্রোডাক্ট এর সম্পূর্ণ কথা ওই ১৫০-১৬০ ওয়ার্ড এর ভিতর রাখবেন সেই সাথে আপনার প্রোডাক্ট এর সাথে সম্পৃক্ত কি-ওয়ার্ড ব্যবহার করবেন। প্রোডাক্ট আইটেম যেহেতু তাই প্রথম প্যারাগ্রাফে আপনার আকর্ষণীয় ফিচারগুলো রাখবেন। এখানে কি-ওয়ার্ড র্যাঙ্ক টা মূল বিষয় না। কিন্তু সিটিআর বা ক্লিক থ্রো রেট যদি বাড়াতে চান তবে এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন লাইফটাইম সাপোর্ট, লাইফটাইম আপডেট, ব্লা, ব্লা, ব্লা……
এইচ২ এবং এইচ৩ ট্যাগ ব্যবহার করুন। যেটা আপনার সেকন্ডারি কি-ওয়ার্ড হিসেবে ব্যবহার হবে। অর্থাৎ সাবটাইটেল বা প্রোডাক্ট ফিচারগুলোকে উপরোক্ত ট্যাগের ভিতর রাখার চেষ্টা করুন।
প্রোডাক্ট ডিস্ক্রিপশনের ভিতর ইন্টারনাল লিঙ্ক করুন। সেটা হতে পারে আপনার ওই প্রোডাক্ট এর রিলেটেড প্রোডাক্ট, বা আপনার অথোরিটি ওয়েবসাইট, অথবা রিলেটেড টিউটোরিয়াল রিসোর্স। তবে মাথায় রাখবেন পেজের লিঙ্ক জুসের ব্যাপারে। আপনার লিঙ্ক করা কি-ওয়ার্ডগুলো আপনার কাছে যদি গুরুত্বপূর্ণ হয় তবে লিঙ্ক জুস মাথায় রেখে কাজ করবেন। এতে বায়ার আপনার লিঙ্কগুলা ঘুরে অন্য প্রোডাক্টও কিনতে পারে সেই সাথে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরে আপনার লিঙ্ক বিল্ডিং কাজ হয়ে যাবে।
আর গুগলে সর্বদা ইউনিক কনটেন্ট ভালবাসে এটা সবাই জানে। তাই এই ব্যাপারে আর কিছু বললাম না।
ইমেজ অপটিমাইজঃ
ইমেজ অপটিমাইজ এর ব্যাপারে এই লেখার প্রথম দিকেই আলোচনা করেছি। এটা যেহেতু প্রোডাক্ট এর ভিতর অপটিমাইজ করার পয়েন্ট তাই এই পয়েন্টটি না চাইলেও চলে আসছে। এই পয়েন্টে তেমন কিছুই বলার নাই। শুধু মনে রাখবেন, আপনার ইমেজ কোয়ালিটির কারনে পেজ লোড স্প্রিড অনেক বাড়তে পারে আবার কমতে পারে।
পেজস্প্রিড চেক করার জন্য গুগল পেজস্প্রিড টুলস বা পিংডম টুলস ব্যবহার করতে পারেন। ইমেজ অপটিমাইজ করার জন্য ক্রাকেন টুলস ব্যবহার করবেন, সেই সাথে ইমেজ ALT ট্যাগ ব্যবহার করবেন অবশ্যই।
কোয়ালিটি ব্যাকলিঙ্কঃ
কাজের ফিডব্যাকঃ
আপনি যে কাজটা করেছেন সেটার ফিডব্যাক নিন বিভিন্ন জায়গা থেকে। ড্রিবল অথবা বেহান্স এর মত জায়গা তে আপনার কাজের উপর ফিডব্যাক নিন। এখান থেকে আপনি আপনার প্রোডাক্ট পেজের জন্য টার্গেট ভিজিটর পাবেন। সেই সাথে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যারা প্রোডাক্টের উপর রিভিউ দিয়ে দেই সাইট এর কনটেন্ট বৃদ্ধি করার জন্য। এইসব সাইটগুলোতে আপনি আপনার কনটেন্ট রাইটার দ্বারা কনটেন্ট লিখে তাদের কাছে পাঠান। সেখান ভালো ভিজিটর সহ কোয়ালিটি সম্পন্ন ব্যাকলিঙ্ক পাবেন।
কম্পিটিটর এনালাইসিসঃ
আপনার প্রোডাক্ট কম্পিটিটর কেন এত ভালো পারফর্ম করছে তার প্রোডাক্টে সেটা এনালাইসিস করুন ওপেন সাইট এক্সপ্লোর থেকে। দেখুন আপনি কম্পিটিটর কোথা হতে ব্যাকলিঙ্ক পাচ্ছে । সেইসব জায়গা থেকে আপনিও আপনার ব্যাকলিঙ্ক তৈরি করে নিন প্রোডাক্ট পেজের জন্য।
সোশ্যাল সিগন্যালঃ
গুগল এখন এখন সোশ্যাল সিগন্যালকে অনেক বেশি প্রাধান্য দেয়। র্যাঙ্কিং ফ্যাক্টরে দেখা গেছে গুগল প্লাসকে উপরে থাকতে। সোশ্যাল সিগন্যাল যত বেশি থাকে গুগল ওই প্রোডাক্টকে বেশি প্রাধান্য দাও। সোশ্যাল সিগন্যাল শুধু যে কি-ওয়ার্ড র্যাঙ্কিং ইফেক্টিভ সেটাও না। আপনার প্রোডাক্ট পেজের জন্য টার্গেটেড ভিজিটর পাবেন।
সিক্রেট টিপস
বাই-সেল এ্যাডস
বাই-সেল এ্যাডস প্রোডাক্ট সেল বাড়ানোর ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করে। বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যারা আপনার প্রোডাক্টকে ফিচার করে কিছু সল্প পরিমান ডলারের বিনিময়। সেখানে আপনার প্রোডাক্ট অ্যাড দেওয়ার মাধ্যমে আপনি ক্লায়েন্ট পাবেন। দেখা যায় এইসব সাইট প্রোডাক্ট কেনার প্রতি মাসে ভিজিটর আসে ১ লক্ষ্যর বেশি। যদি এখানে আপনার প্রোডাক্ট থাকে তবে আপনার প্রোডাক্ট সেল আরও বেড়ে যাবে। আমি একটু ছোট্ট হিসাব করে দেই। ১ লক্ষ ভিজিটর থেকে যদি ক্লিক থ্রো রেট ২% হয় তবে ২ হাজার ক্লিক আপনি পাবেন। সেখান থেকে যদি ১% সেল হয় তবে ২০ বার একটা প্রোডাক্ট সেল হয়। দেখা যায় আপনি মাত্র ৩-৫ ডলার এর বিনিময়ে বাই-সেল এ্যাডস দিয়ে অনেক বেশি আয় করতে পারছেন।
বাই সেল অ্যাডস গুলো অবশ্যই আপনার প্রোডাক্ট এর সম্পৃক্ত ওয়েবসাইটগুলোতে দিবে। যেমন টিউটোস প্লাস ওয়েব ডিজাইন । এইরকম অথোরিটি সাইটগুলোতে আপনার প্রোডাক্ট এড দিবেন। এতে করে দেখা যাবে আপনার প্রোডাক্টের সেল ২০০% এর বেশি বৃদ্ধি পেয়েছে।
বাই-সেল এ্যাডসে কিভাবে আরও ভালো পারফর্ম করান যায় সেটা জানতে হলে আমার ফেসবুক ফ্যান পেজের সাথে সর্বদা একটিভ থাকুন। খুব দ্রুত এটা ফ্যানপেজে পোস্ট করব। এটি ব্লগ আকারে প্রকাশ করা হবেনা। সুতরাং জানতে হলে আমার সাথে সম্পৃক্ত থাকতে হবে।
টিউটোরিয়াল
আপনার প্রোডাক্ট এর সাথে সম্পৃক্ত এমন ধরনের টিউটোরিয়াল তৈরি করে বিভিন্ন ভিডিও শেয়ারিং সাইটগুলোতে শেয়ার করুন এবং ডিসক্রিপশনে আপনার প্রোডাক্ট সাথে কি-ওয়ার্ড সম্পৃক্ত করে লিঙ্ক দিয়ে দিন। এতে সার্চ ইঞ্জিন ভ্যালু বাড়বে, সেই সাথে আপনার কি-ওয়ার্ড খুব দ্রুত র্যাঙ্ক করবে। ভিডিও মার্কেটিং গাইডলাইন নিয়ে একটা লেখা আসছে সেখানে আরও ভালোভাবে আলোচনা করা হবে।
প্রোডাক্ট কনটেস্ট
বিভিন্ন অফার দিয়ে আপনার প্রোডাক্ট প্রোমশন চালান। এতে করে মানুষ আপনার প্রোডাক্ট কেনার প্রতি আগ্রহী হবে। যদি আপনার প্রোডাক্ট এর মূল্য ৩০ ডলার হয় আপনি সেটাকে ২০ ডলারে দিয়ে সেল করবেন, এমন সব কনটেস্ট প্রমোশন করুন। দেখবেন আপনার প্রোডাক্ট সেল অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। যা আপনার চাওয়া থেকে বেশি হতে পারে।
প্রোডাক্ট ব্যবহারকারী ফিচার
আপনার প্রোডাক্ট ব্যবহার করছে এমন মানুষদের কাছ থেকে ইন্টারভিউ নিন। অথবা তাদেরকে নিয়ে আপনার অথোরিটি ব্লগে ফিচার করুন। দেখবেন তারা আপনার ওই ফিচার লিঙ্ক বিভিন্ন জায়গাতে ছড়াবে। এবং ক্লায়েন্ট পেতে আপনাকে তারা সাহায্য করবে।
এডওয়ার্ডস এবং টুইটার ক্যাম্পেইন
আপনার যদি কোন স্পেশাল প্রোডাক্ট থাকে তাহলে সেটা নিয়ে ক্যাম্পেইন করুন। তবে জানেন তো এই ২ টা জায়গা তে ক্যাম্পেইন করতে হলে অনেক বেশি সতর্ক থাকতে হয়। তাই প্রফেশনাল কারোর দিয়ে করানোর চেষ্টা করুন । যদি আপনি নিজে না পারেন। ক্যাম্পেইন খোলাটা ঠিক যেমন খুব সহজ তেমনি সেটা ভালো পারফর্ম করানো টা অনেক কঠিন। তাই সর্বদা সচেতন থাকতে হবে। অন্যথায় আপনার হাজার হাজার ডলার শুধু পানিতে ডুববে।
সিক্রেট কথাঃ আমরা সবাই সেলফিস। সবাই নিতে চাই কিন্তু কেউ কিছু দিতে চাই না। এই ব্লগ আমার আয়ের কোন মাধ্যম না। শুধুমাত্র আমার ভিতরের জ্ঞানকে সবার মাঝে শেয়ার করা। কিন্তু সবাই পড়ে চলে যাবেন কিন্তু শেয়ার করবেন না এটা আমি জানি। তাই একটা চরম সিক্রেট আমার হাতে রাখলাম। যা আপনার মার্কেটিং এর জন্য ৬০% কষ্ট কমিয়ে দিবে। আর এই সিক্রেট শুধু তারাই পাবে যারা এই পোস্টটি ফেসবুকে শেয়ার করবে। (এটা এক প্রকার মজা, সিরিয়াস নেবার কিছু নাই। সিক্রেট টা আবার ফ্যান পেজেই পাবলিশ করব)
এই ছিল এনভাটো প্রোডাক্ট মার্কেটিং গাইডলাইন। আশা করছি আপনার প্রোডাক্ট এইবার ২০০% এর বেশি সেল বৃদ্ধি পাবে। যদি আপনি আমার এই গাইডলাইন অনুযায়ী কাজ করেন। আর এই গাইডলাইন অনুযায়ী যদি আপনার প্রোডাক্ট ভালো পারফর্ম করে তবে সেটা হবে আমার লেখার সার্থকতা। আমি আশাবাদী এই ব্যাপারে। আপনার প্রোডাক্ট অনেক বেশি বেশি সেল হোক এই শুভেচ্ছা রইল।
সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই প্রার্থনা করি। আমার জন্যও আপনারা দোয়া করবেন। দেখা হবে অন্য আরেকটা লেখাতে। আল্লাহ হাফেজ।
লেখাটি যত সহজে আপনি পড়লেন ততটা কষ্ট হয়েছে আমার লিখতে। তাই আপনাদের মতামত হইত আমাকে আরও বেশি অনুপ্রানিত করবে লেখার জন্য। আশা করছি আরও ভালো কিছু সামনে আপনাদেরকে দিতে পারব। কিন্তু সেই পর্যন্ত আমার সাথে থাকবেন।
Source: https://faporbuzz.blogspot.com
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)